কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ নেতার কাছে পাওনা টাকার দাবীতে সাংবাদিক সম্মেলন
কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঠিকাদার মোঃ সাদিকুজ্জামান খাঁন সুমনের কাছে পাওনা টাকার দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে ইট ভাটা মালিকরা। আজ মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া জেলা হাওয়া ভাটা মালিক সমিতির সভাপতি নুরুজ্জামান হাবলু মোল্লা। এসময় তিনি দাবী করেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদিকুজ্জামান খাঁন সুমন ঠিকাদারি কাজ করার প্রয়োজনে ১২জন ইট ভাটা মালিকের কাছ থেকে ১ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার টাকার বাকীতে ইট নিয়ে দীর্ঘদিন ধরে টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানার পাশাপাশি ভয়ভীতি দেখান। গত ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর গা ঢাকা দেন সুমন। পাওনা টাকার জন্য সুমনের খোজে তার বাড়ীতে ও ব্যবসা প্রতিষ্ঠানে যেয়েও কোন সুরাহা না হওয়ায় ভুক্তভোগীদের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন। এসময় অতিদ্রæত আওয়ামী লীগ নেতা সুমন খানের সম্পত্বি বিক্রি করে ভাটা মালিকদের পাওনা টাকা দেয়ারও দাবী করেন ভাটা মালিকরা।