London ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর অভিযানে জাল নোটসহ এক ব্যক্তি গ্রেফতার বাগমারার উপ পরিরদর্শক সাময়িক বরখাস্ত কালিয়াকৈর ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে সকল পেশার মানুষ পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো উদীচী যুক্তরাজ্যের দ্বাদশতম সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বসনিয়ায় অনুষ্ঠিত ইউরো বালকান বিজনেস আইকন অ্যাওয়ার্ডস ২০২৫ রাজশাহী থেকে ঢাকা বাস চলাচল বন্ধ রুয়েটে ছাত্রলীগ নেতা গ্রেফতার পটুয়াখালীতে সাংবাদিক হত্যাচেষ্টার আসামী গ্রেফতার বৃটেনের কার্ডিফ শহরে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নাটোরে বিএনপি’র ব্যানার-ফেস্টুনে প্রতিপক্ষের ভূতের আছর

কসবা পৌরসভায় ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ

মোঃ বিল্লাল সরকার, (কসবা) ব্রাম্মনাবাড়িয়া:

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ ২০২৫) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ২০২৪-২৫ অর্থবছরের খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়। পৌর কার্যালয়ের সামনে সুবিধাভোগী পরিবারের হাতে চাল তুলে দেওয়া হয়, যা ঈদের আনন্দকে আরও সমৃদ্ধ করবে।

সরকারি বরাদ্দ অনুযায়ী ৭৮৯টি পরিবারের মধ্যে মোট ৩ হাজার ৮১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবার নির্দিষ্ট পরিমাণ চাল পাবে, যা ঈদের আগে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এ কর্মসূচি ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে এবং ধাপে ধাপে সুবিধাভোগী পরিবারগুলোর হাতে খাদ্য পৌঁছে দেওয়া হবে।

বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সামিউল ইসলাম। তিনি বলেন, “সরকার সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে। ঈদকে কেন্দ্র করে এ খাদ্য সহায়তা তাদের জন্য বিশেষ উপহার।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন হেলাল, সরকারি প্রকৌশলী এ বি এম বাবুল হোসেন, কসবা পৌরসভার প্রধান হিসাবরক্ষক বশির আহম্মেদসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আশরাফ উজ্জ্বল, সহ-সভাপতি মো. সাইদুল্লাহ,মো. ফোরকানুল ইসলাম, মো: বিল্লাল সরকার, অন্যান্য সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

সুবিধাভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, এই খাদ্য সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ। অনেকেই বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে খাদ্যসংকট দেখা দিয়েছে, আর এই চাল পেয়ে তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

সরকারি কর্মকর্তারা জানান, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আনন্দ যাতে সবার মাঝে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো হচ্ছে। ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।
-তথ্যচিত্র কসবা থেকে

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
আপডেট : ০৮:৩৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
৪০
Translate »

কসবা পৌরসভায় ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ

আপডেট : ০৮:৩৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ ২০২৫) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ২০২৪-২৫ অর্থবছরের খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়। পৌর কার্যালয়ের সামনে সুবিধাভোগী পরিবারের হাতে চাল তুলে দেওয়া হয়, যা ঈদের আনন্দকে আরও সমৃদ্ধ করবে।

সরকারি বরাদ্দ অনুযায়ী ৭৮৯টি পরিবারের মধ্যে মোট ৩ হাজার ৮১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবার নির্দিষ্ট পরিমাণ চাল পাবে, যা ঈদের আগে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এ কর্মসূচি ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে এবং ধাপে ধাপে সুবিধাভোগী পরিবারগুলোর হাতে খাদ্য পৌঁছে দেওয়া হবে।

বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সামিউল ইসলাম। তিনি বলেন, “সরকার সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে। ঈদকে কেন্দ্র করে এ খাদ্য সহায়তা তাদের জন্য বিশেষ উপহার।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন হেলাল, সরকারি প্রকৌশলী এ বি এম বাবুল হোসেন, কসবা পৌরসভার প্রধান হিসাবরক্ষক বশির আহম্মেদসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আশরাফ উজ্জ্বল, সহ-সভাপতি মো. সাইদুল্লাহ,মো. ফোরকানুল ইসলাম, মো: বিল্লাল সরকার, অন্যান্য সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

সুবিধাভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, এই খাদ্য সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ। অনেকেই বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে খাদ্যসংকট দেখা দিয়েছে, আর এই চাল পেয়ে তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

সরকারি কর্মকর্তারা জানান, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আনন্দ যাতে সবার মাঝে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো হচ্ছে। ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।
-তথ্যচিত্র কসবা থেকে