সংবাদ শিরোনাম:
কসবায় পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা ও অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা ও একটি পুরাতন অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেলে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদেরের নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পেটোবাংলা-টু-মাদলা সড়কের উপর থেকে ৪ কেজি গাঁজা ও একটি পুরাতন অটোরিকশা উদ্ধার করা হয়।
এ সময় সাগরতলা গ্রামের মৃত তারু মিয়ার পুত্র মো. মজনু মিয়া (৬০) এবং ধোপাখলা গ্রামের মৃত আলমাস মিয়ার পুত্র মো. আবুল হাশেম (৫২) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
ঘটনার পর কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Tag :
Please Share This Post in Your Social Media
Translate »
























