ওড়না দিয়ে বাঁধা ২ হাত, বাঁ হাতে লেখা, ‘আই লাভ ইউ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীতে মেহেদি রাঙা দুই হাত পেছন থেকে বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকায় নদীতে ভাসমান তার মরদেহ উদ্ধার করা হয়। তরুণীর বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে ধারণা পুলিশের।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে চৌরাহা মাদ্রাসা এলাকায় নদীর চরে আটকে থাকা অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ভারতের উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।
নিহত তরুণীর দু’হাত মেহেদি রঙে রাঙানো ছিল। বাঁ হাতে লেখা ছিল, ‘আই লাভ ইউ’। দু’হাত পেছন থেকে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরকা পরা তরুণীর মুখ ঝলসানো ছিল।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠিয়েছে পুলিশ।