ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই সাত দফা ইস্তেহার প্রকাশ করলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।
গণমাধ্যমে প্রেরিত বার্তায় তিনি বলেন, তালা-কলারোয়ার মানুষ যদি তাকে বিজয়ী করে তাহলে তিনি এই এলাকার উন্নয়নে একটি কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করবেন যেখানে অত্র এলাকার মানুষের জীবন মানের উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ, আইনশৃংখলা, অর্থনীতিসহ এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট এই আইনজীবী বলেন, কোন জেলায় ৮টি উপজেলা না থাকলে তাকে এ গ্রেডে উন্নীত করা যায় না। নানা বিবেচনায় সাতক্ষীরাকে এ গ্রেডের জেলা ঘোষণা দিলেও ভবিষ্যতে এটা ধরে রাখতে হলে পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করতেই হবে। সেজন্য আমার নির্বাচনী ইস্তেহারে পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করার বিষয়টি গুরুত্ব দিয়েছি।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার:
১) পাটকেলঘাটা থানাকে পুর্নাঙ্গ উপজেলায় রূপদান করা
২) তালা-কলারোয়ার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও সহজিকরণ করা।
৩) সংসদীয় এলাকার প্রতিটি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা এবং কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনা।
৪) প্রতিটি ইউনিয়নে জাতীয় মানের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
৫) কৃষি ও শিল্পের বিকাশ এবং বেকার যুবকদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরিতে কার্যকর পদক্ষেপ নেয়া।
৬) এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেয়া।
৭) প্রতিটি জলাশয়, রাস্তা ও হাট-বাজারকে নয়নাভিরাম করে গড়ে তোলা এবং প্রতিটি ইউনিয়নে একটি করে পার্ক ও খেলার মাঠসহ শরীর চর্চা কেন্দ্র স্থাপন করা।






















