আত্রাই ইউটিউবার রানার বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের কথিত ইউটিউবার এবং সরকারি অনুমোদনহীন “রানা টিভি” চ্যানেলের কর্ণধার রুহুল আমিন রানার (২৯) বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় পিকআপ ভ্যান চালক মহিদুল হাসান শেখ (৩৩) আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়, ইউটিউবার রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রচারের লোভ দেখিয়ে মহিদুল ইসলামের একটি ভিডিও ধারণ করেন। ভিডিও প্রকাশের সময় মহিদুলের নিজস্ব মোবাইল নম্বর দেখানোর প্রতিশ্রুতি দিলেও, সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একেবারে অন্য একটি মোবাইল নম্বর ব্যবহার করা হয়।
ঘটনার সত্যতা জানতে পেরে ভুক্তভোগী মো. মহিদুল ইসলাম অভিযুক্ত ইউটিউবার রানার সঙ্গে গত (১৬ জুন) মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন। এসময় রানা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগপত্রে তা উল্লেখ করা হয়।
ভুক্তভোগী মহিদুল ইসলাম মনে করছেন, ভিডিওতে ভুল নম্বর প্রদর্শনের ফলে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং তার পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এমনকি ভবিষ্যতে এই ঘটনার কারণে তিনি আর্থিক বা নিরাপত্তাজনিত ক্ষতির সম্মুখীন হতে পারেন বলেও আশঙ্কা করছেন।
অভিযোগপত্রে তিনি দ্রুত ভিডিওটি অপসারণ এবং অভিযুক্ত ইউটিউবার রুহুল আমিন রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে উঠেছে ব্যাপক সমালোচনার ঝড়। অনেকেই ইউটিউবের অপব্যবহার এবং অনুমোদনহীন ভিডিও নির্মাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।